প্রবাসীর স্ত্রী উধাও সন্ধান চেয়ে শ্বশুরের জিডি

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামের ইমাম উদ্দিন পাটোয়ারী বাড়ির সিএনজি চালক বাবুলের একমাত্র মেয়ে নিখোঁজ বিথী আক্তারের (২১) সন্ধান চায় তাঁর পরিবার।

নিখোঁজ বিথী আক্তার গত মঙ্গলবার (২০ অক্টোবর ২০২০ ইং) আনুমানিক বিকাল ৪ ঘটিকার দিকে তার শশুর বাড়ি রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পূর্ব লাছপুর গ্রাম থেকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।

এ ঘটনায় গত বুধবার নিখোঁজের সন্ধান চেয়ে রায়পুর থানায় একটি সাধারণ ডাইরি(জিডি) করা হয়েছে। নিখোঁজের সাত দিন পার হয়ে গেলেও বিথীর কোনো খোঁজ না পাওয়ায় বিথীর শশুর পরিবার ও বাবার পরিবার ব্যাকুল হয়ে পড়েছে।

সোমবার গৃহবধূ বিথী আক্তারের শশুর আব্দুল কাদের জানায়, বিথীর সাথে আমার ছেলে প্রবাসী আব্দুল রবের সহিত বিগত ৪ বছর আগে সামাজিকভাবে বিবাহ অনুষ্টিত হয়। তাদের পরিবারের মধ্যে ফুটফুটে এক বছর বয়সী এক পুত্র সন্তানও রয়েছে। মঙ্গলবার বিকালে কাউকে কিছু না জানিয়ে পুত্র বধূ বিথী আক্তার বাড়ি থেকে গোপনে বের হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে সব জায়গায় খবর নিয়েও বিথীর কোনো খোঁজ মেলেনি।

তিনি আরো বলেন, এক বছরের একমাত্র  নাতী রাপান কে রেখে পুত্রবধু বাড়ি থেকে বের হয়ে আজ ৭ দিন যাবত ফিয়ে আসেনি। নাতীকে নিয়ে বিপাকে রয়েছেন দাদা আব্দুল কাদের। পরে নিরুপায় হয়ে বুধবার রায়পুর থানায় নিখোঁজের সন্ধান চেয়ে একটি জিডি করেন।

কোনো সহৃয়নবান ব্যক্তি পুত্রবধু বিথী আক্তারের সন্ধান পাই ,তাহলে তার বাবা  বাবুলের (মোবাইল- ০১৭২০৬০৫৯৩৪) অথবা শশুর আব্দুল কাদের ০১৮৬২৩১৩৬১১ অথবা রায়পুর থানায় নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply