
মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের লাহারকান্দি ইউনিয়ন এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্হ রামানন্দি এলাকার মৃত মজিবুল হকের পুত্র।
পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়ার নির্দেশনায় উপ পরিদর্শক মোঃ মকবুল হোসেন, উপ পরিদর্শক মোঃ আব্দুল মান্নান ও সহকারী উপ পরিদর্শক মোঃ আহসান উল্যাহসহ একটি ইউনিট সদর থানার লাহারকান্দি ইউনিয়নের রামানন্দি এলাকায় ১৭ আগস্ট অভিযান চালায়। এসময় ৫০০ (পাঁচশত) পিচ নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শরীফ হোসেন ওরফে সবুজ (৩৫) কে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, আসামী সবুজের বিরুদ্ধে ৫টি মামলা বিজ্ঞ আদালতে চলমান অবস্হায় বিচারাধীন আছে।