রামগঞ্জে আয়া নিয়োগে দুর্নীতির অভিযোগকে বিরুদ্ধে বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিবাদ

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাসিমপুর এ. এল. এম. উচ্চ বিদ্যালয়ের আয়া নিয়োগে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইকবাল পাটওয়ারীকে নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে বিদ্যালয় ম্যানেজিং কমিটিসহ শিক্ষকগন সম্মিলিতভাবে সাংবাদিক সম্মেলন করে লিখিত প্রতিবাদ জানান। ১৭ আগস্ট মঙ্গলবার বেলা বারোটায় উপজেলার চন্ডীপুর ইউনিয়নের মাসিমপুর এলাকায় অবস্হিত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে জেলা-উপজেলার বিপুল সংখ্যাক গণমাধ্যম কর্মির উপস্হিতিতে ম্যানেজিং কমিটিসহ শিক্ষকগন আয়া নিয়োগে বিদ্যালয় সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়টি মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে নিজেদের পক্ষে বক্তব্য তুলে ধরেন।

এসময় আায়া নিয়োগে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে বিদ্যালয়টির ব্যবস্হাপনা কমিটির সভাপতি ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সদস্য মোঃ ইকবাল পাটওয়ারী লিখিত প্রতিবাদ পত্রে জানান,

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহন থেকে তিনিসহ কমিটির অন্যান্য সদস্য, শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য লোকদের পরামর্শক্রমে অত্যন্ত সততা ও নিরপেক্ষতার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে চলছেন। বিশেষ করে সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আয়া নিয়োগের বিষয়ে তিনি সম্পূর্ণ সচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার দাবী করে তিনি আরও বলেন, এক শ্রেণীর স্বার্থানেষী কুচক্রী মহল নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য তার (ইকবাল পাটওয়ারী) বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম অপপ্রচার চালায়। এতে করে চন্ডীপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতাসহ রাজনৈতিকভাবে ক্যারিয়ারকে কলঙ্কিত করার যড়যন্ত্রের পায়তারা হিসেবে এসব অভিযোগ আনা হয় বলে আরও দাবী করেন। সর্বোপরি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগের বিষয়ে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ সভায় উপস্হিত থেকে বিদ্যালয়ের সভাপতির বক্তব্যকে সমর্থন জানিয়ে উপস্হিত ছিলেন, প্রধান শিক্ষক মুহাম্মদ রাজীবুল হাসান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল, সহকারী শিক্ষকবৃন্দের মধ্যে মোঃ আহসান উল্যাহ, মোঃ ফিরোজ আলম, মোঃ মিজানুর রহমান, শ্রী কৃষ্ণ সুত্রধর, মোঃ মনির হোসেন, উত্তম শৃর, মোঃ আমজাদ হোসেন ও মোঃ কাউছার হোসেন।
এছাড়া আরও উপস্হিত ছিলেন, দাতা সদস্য আ: সালাম পাটওয়ারী, বিদ্যাৎসাহি সদস্য একেএম ফারুক, শিক্ষক প্রতিনিধি মনির হোসেন এবং মিজানুর রহমান, অভিভাবক সদস্য শাহজাহান পাটওয়ারী, সাবেক বিদ্যাৎসাহি সদস্য একেএম ফজলুল করিমসহ প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি রামগঞ্জের মাছিমপুর এ. এল. এম উচ্চ বিদ্যালয়ের আয়া নিয়োগের নামে পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে স্হানীয় মাছিমপুর মনগাজী বাড়ির প্রতিবন্ধি আব্দুল করিমের স্ত্রী সাজুদা বেগমের কাছ থেকে চার লক্ষ টাকা নেয়ার পরও তাকে চাকরি না দিয়ে বেশী টাকার বিনিময়ে স্বপ্না নামের আরেকজনকে চাকুরী দেয়া হয় মর্মে ভুক্তভোগী নারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপার জানতে চাইলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, বিষয়টি তদন্ত করার জন্য একজন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে, তিনি তদন্ত করে রিপোর্ট দেয়ার পরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

 

 

 

Leave a Reply