রামগঞ্জের লামচর ইউনিয়নের ২ ও ৯নং ওয়ার্ডে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের ২ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে পৃথকভাবে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মোনাজাত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তৃতায় রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ উল্যাহ জিসান বলেন, আমরা লামচর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ আগস্ট দিনটিকে বিশেষভাবে স্বরন করি। এদিন বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য রাজনৈতিক জীবন ও বাংলাদেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার দিকগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়ে কাজ করে চলেছি ।

উভয় অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অতঃপর জাতীয় শোক দিবসের তাৎপর্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য দেন স্হানীয় ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হারুনুর রশিদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কলিম উল্যা, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সন্পাদক রফিক মাষ্টার, ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সাহাদাত হোসেনসহ লামচর ইউনিয়নের ২ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় সাধারন মানুষ।

সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ তাঁদের পরিবারের আরও যাঁরা এই দিন শাহাদাত বরণ করেন, তাঁদের সবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 

Leave a Reply