
মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়নের জামিরতলী এলাকা থেকে ৪৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার বিকেলে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আরমান হোসেন নোবেল (২২) সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের ১নং ওয়ার্ডস্হ উত্তর জামিরতলী এলাকার বরকন্দাজ বাড়ীর মৃত বাবুল হোসেন ওরফে ক্যাডার বাবুলের পুত্র।
পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ এ কে এম আজিজুর রহমান মিয়ার নির্দেশনায় পরিদর্শক মোঃ মোজাম্মেল হোসেন ও সহকারী উপ পরিদর্শক মোঃ সেলিম মিয়াসহ একটি ইউনিট জেলার চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের উত্তর জামিরতলী এলাকায় ১২ আগস্ট বিকেলে অভিযান চালায়। এসময় ৪৭৫ (চারশত পঁচাত্তর) পিচ নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ আরমান হোসেন নোবেল (২২) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী।