লক্ষ্মীপুরে হত্যা মামলায় আ’লীগ নেতা ৩ দিনের রিমান্ডে

সাহাব উদ্দিন: লক্ষ্মীপুরে বশিকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ’লীগ নেতা হারুনুর রশিদ (৫৫) হত্যা মামলায়, গোলাম মাওলা (৫০) নামের ইউনিয়ন আ’লীগের আরেক নেতাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

নিহত হারুনুর রশিদ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেধর্মপুর গ্রামের হোসেন আহম্মদের পুত্র ও ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেফতারকৃত গোলাম মাওলা পাশ্ববর্তী বাঙ্গাখাঁ ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

উল্লেখ্য : গত ৪ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে সিএনজি যোগে ৪-৫ জন অজ্ঞাত সন্ত্রাসীরা এসে হারুনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘটনানস্থল ত্যাগ করে। আতঙ্ক ছড়াতে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে হারুনের মৃত্যু হয়।

Leave a Reply