রায়পুরে ২ কেজি গাজাঁসহ নারী মাদক বিক্রেতা গ্রেপ্তার

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়ন এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ শনিবার এক নারী মাদক বিক্রেতাকে গোয়েন্দা পুুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, জেলার রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্হ পূর্ব চরপাতা এলাকার আব্বাস আলী বেপারী বাড়ীর মৃত নয়ন ওরফে নয়া’র স্ত্রী।

পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ এ কে এম আজিজুর রহমান মিয়ার নির্দেশনায় উপ পরিদর্শক মোঃ নুরুল ইসলাম, সহকারী উপ পরিদর্শক মোঃ বাকের হোসেনসহ একটি ইউনিট ৭ আগস্ট দুপুর আড়াইটার দিকে রায়পুর থানার চরপাতা এলাকায় অভিযান চালায়। এ সময় ২ (দুই) কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা সাদিয়া বেগম (৫২) কে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামি চিহ্নিত মাদক বিক্রেতা।

Leave a Reply