
মিজানুর শামীমঃ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন এলাকা থেকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শুক্রবার রাতে দুই মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্হ হাসনাবাদ এলাকার হোসেন আলী ব্যাপারী বাড়ীর মোঃ আবদুল মজিদের পুত্র মোঃ মিজানুর রহমান এবং একই ওয়ার্ডের পার্শ্ববর্তী হেতিমপুর এলাকার শাহআলম দফাদার বাড়ীর মৃত শাহ আলমের পুত্র মোঃ ফারুক হোসেন।
পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ একেএম আজিজুর রহমান মিয়ার নির্দেশনায় উপ পরিদর্শক টিপু সুলতান, সহকারী উপ পরিদর্শক মোঃ জয়নাল আবেদীন, সহকারী উপ পরিদর্শক মোঃ সেলিম মিয়াসহ একটি ইউনিট ৬ আগস্ট রাত দশটার দিকে সদর থানার দক্ষিন হামছাদী ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। এসময় ৫৫ (পঞ্চান্ন) পিচ নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিজানুর রহমান (৩৮) ও মোঃ ফারুক হোসেন (৩০) কে তারা হাতে নাতে গ্রেপ্তার করে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং আসামি মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১টি মামলা বিচারাধীন আছে।