লক্ষ্মীপুরে প্রশাসক কর্তৃক স্বেচ্ছাসেবীদের ৩৫ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় প্রশাসন কর্তৃক পরিচালিত ‘পেশেন্ট সাপোর্ট ফান্ড’ (পিএসএফ) এর উদ্যোগে পাঁচটি উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৭,৫০,০০০ টাকা ব্যয়ে ৩৫ টি অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার বিতরণ করা হয়। ৪ আগষ্ট বুধবার দুপুরে প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে জেলার সকল উপজেলার ৩৫ সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে এসব অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আব্দুল গাফফার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মি।

জানা গেছে, জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য’রা প্রতিটি মুহূর্তে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের সন্ধান করে বাড়ি-বাড়ি গিয়ে ফ্রি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেবা দিয়ে যাচ্ছে। এতে অক্সিজেন সিলিন্ডার সংকট থাকার কারণে হিমশিম খাচ্ছে এসব সেচ্ছাসেবী সংগঠনের সংশ্লিষ্টরা।

এ ধরনের তথ্য পেয়ে লক্ষ্মীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ‘পেশেন্ট সাপোর্ট ফান্ড’ (পিএসএফ) এর উদ্যোগে জেলার সকল উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৭,৫০,০০০ টাকা ব্যয়ে ৩৫ টি অক্সিজেন জেলার ৩৫টি সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীলদের খবর দিয়ে প্রত্যেক সংগঠনকে একটি করে ‘অক্সিজেন সিলিন্ডার ও পালস অক্সিমিটার তাদেরকে দেয়া হয়।

Leave a Reply