সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন স্বেচ্চাসেবকলীগ নেতা জামাল

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রায়পুরে কেরোয়া ইউপি উপ- নির্বাচন চলাকালীন সময়ে ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে ভোট চলাকালীন দায়িত্ব পালনকারী অনুমতি প্রাপ্ত রিপোর্টার্স ইউনিটের সদস্য ও দৈনিক বাংলাদেশ সমাচার এর রায়পুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন এর উপর হামলার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামাল পাটওয়ারী।

রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশিদ এর আহবানে মীমাংসা বৈঠকে রায়পুর প্রেসক্লাব, রায়পুর রিপোর্টার্স ইউনিট, সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ এবং রায়পুর পৌরসভার মেয়র জনাব হাজী ইসমাইল খোকন, সাবেক মেয়র জনাব রফিকুল হায়দার বাবুল পাঠান সহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেই এই বৈঠকে।

উভয় পক্ষের জবানবন্দি শুনে উক্ত ঘটনার জন্য দূঃখ ও নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী ও সাংগঠনিক ব্যাবস্থাসহ আহত সাংবাদিক এর সু-চিকিৎসার দায়িত্ব গ্রহন করা হয়। এবং উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে মতামত প্রদান করেন।

ভবিষ্যতে সকল সাংবাদিক বৃন্দের প্রতি যথাযথ সন্মান প্রদর্শন করার আহবান জানান এবং পূর্ব ঘোষিত মানববন্ধন প্রত্যাহার ও মামলা না করার বিষয়ে নির্দেশ প্রদান করেন।

এসময় প্রকাশ্যে ক্ষমা চাইলেন জেলার স্বেচ্চাসেবকলীগের এাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক জামাল পাটোয়ারী।

Leave a Reply