লক্ষ্মীপুরে কাঁচা সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

গাজী মুমিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নে পঞ্চাশ বছরের অধিক পুরাতন দুটি প্রামীণ সড়ক পাকাকরণ না হওয়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় এলাকার হাজার হাজার মানুষ। সড়ক দুটি হলো রসুলগঞ্জ বাজার থেকে কাঞ্চনী বাজার এবং আমিনের দোকান থেকে গোঁষেরপুরপাড় হয়ে ইছাগো তেমোহনী পর্যন্ত সড়ক। সড়ক দুটির অবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলে কাঁদা পানিতে চলাচলকারী মানুষকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ফলে যানবাহন তো দূরের কথা মানুষের পায়ে হেঁটে চলতেও পোহাতে হয় নানান ভোগান্তি।


বর্ষার মৌসুমে এ সড়ক দুটির করুন অবস্থা দেখার যেন কেউ নেই। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের চলাচল এ সড়কে। বেহাল দশার কারণে বর্তমানে মারাত্মক ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে স্থানীয় জনসাধারণ চলাচল করছেন। অন্যদিকে এলাকার মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এ সড়ক অতি গুরুত্বপূর্ণ। রসুলগঞ্জ বাজার, কাঞ্চনী বাজার, গোঁষের পুকুরপাড় ও ইছাগো তেমোহনীর হাজার হাজার মানুষের চলাচলের জন্য অতি গুরুত্বপূর্ণ এই দুটি গ্রামীণ সড়ক। সড়কদুটি দীর্ঘদিন থেকে পাকাকরণের দাবি স্থানীয় এলাকাবাসীর।
গত কয়েক দিনের ভারি বর্ষণের কারণে সড়ক দুটি কর্দমাক্ত ও পিচ্ছিল এবং কিছু জায়গায় বড় বড় গর্তে পরিণত হয়েছে। ফলে মানুষকে জুতা খুলে পথ চলতে হচ্ছে। কাঁদা ও পানির নিচে তলিয়ে থাকায় কোনো যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না। আর যেসব যানবাহন ঝুঁকি নিয়ে যাচ্ছে, সেসব যানবাহন কর্দমাক্ত জায়গায় ও গর্তে আটকে পড়ছে। অসুস্থ রোগীকে হাসপাতালে সময় মতো নিতে না পারায় বড় ধরণের ক্ষতির আশঙ্কা থাকে। এ সড়ক দুটি চররুহিতা ইউনিয়নের ৩ ও ৬নং ওয়ার্ডের জনসাধারণের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
স্থানীয়রা জানান, মাত্র দুই কিলোমিটার সড়ক পাকা করণে ইতিপুর্বে স্থানীয় সংসদ সদস্য, সদর উপজেলার চেয়ারম্যান, চররুহিতা ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় মেম্বার, এলাকার জনসাধারণকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও সড়ক দুটি আজও পাকাকরণ হয়নি। তাই সড়ক দুটি পাকাকরণে স্থানীয় এলাকাবাসী লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির সুদৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply