পাপুলের মামলার ‘পয়েন্ট অব ভিউ’ তৈরি সম্পন্ন কুয়েত আদালতের: প্রত্যাখান হতে পারে আপিল

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের মামলার ‘পয়েন্ট অব ভিউ’ তৈরি সম্পন্ন করেছেন কুয়েতের আদালত। কুয়েত আদালতের ক্যাসেশন প্রসিকিউশন প্যানেলের ওই ‘পয়েন্ট অব ভিউ’তে- বিবাদিদের আপিল প্রত্যাখানের কথা উল্লেখ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে একটি শুনানি অনুষ্ঠিত হতে পারে। খবর আরব টাইমসের।

উল্লেখ্য, ওই মামলায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনশক্তি কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা ছাড়াও সাবেক একজন এমপি আসামি রয়েছেন। কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ ও মানব পাচারের মামলায় কুয়েতের আদালত কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে ও অর্থদণ্ডও দেয়া হয়েছে।

এছাড়া, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া দু’জন কর্মকর্তার সশ্রম কারাদণ্ড এবং জরিমানা হয়েছে।

Leave a Reply