
গাজী মমিন লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জমি সংক্রন্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে দুই জন আহত হয়েছেন। এসময় আহতদের অবরুদ্ধও করে রাখে হামলাকারীরা। পরে ৯৯৯ এ ফোন দিলে চন্দ্রগঞ্জ থানা থেকে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান। গত বৃহস্পতিবার (১২জুলাই) দুপরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আরিফুর রহমান (২৩), কামরুন নাহার (২৫)
স্থানীয়রা জানায়, জমি ক্রয় বিক্রয় ও দখল নিয়ে মাহমুদুর রহমানের সাথে আরিফ চৌধুরী হিরণ গংদের বহুদিন থেকে বিরোধ চলে আসছিল। উক্ত জমিতে তিনটি পুকুরের লিজের টাকা ভাগবাটরাকে কেন্দ্র করে হিরন চৌধূরীর নেতৃত্বে মাহমুদুর রহমানের বাড়িতে ঢুকে পরিবারের লোকজনের উপর হামলা চালায়। তারা এলাকার লোকজনকে আশেপাশেও আসতে দেয়নি।
শুক্রবার হাসপাতালে আহত আরিফুর রহমান জানান,আমার পিতা মাহমুদুর রহমান ২০০৬ সালে হিরন চৌধূরীর কাছে ৩ তিন শতাংশ জমি বিক্রয় করেন কিন্ত হিরন জাল-জালিয়াতি করে ৯ শতক জমি দাবি করে এ নিয়ে এলাকার মুরুব্বিরা মিমাংশা করার জন্য বললেও সে রাজি হয় না। গত কাল হঠাৎ হিরণ তার ছেলে রাহিসহ চার পাঁচজন লোক দা, চেনি,লোহার রড নিয়ে আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে আমাকে কুপিয়ে জখম ও আমার বোনকে আহত করে। তারা প্রতারণা করে আমাদের করে জমি দখলে নিতে চায়।
হামলায় নেতৃত্বদানকারী হিরন এই ঘটনায় তাদের পরিবারের জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, আমার ছেলে রাহি তাদের বাড়িতে গেলে তারা রাহিকে আটক করলে আমরা সে বাড়িতে যাই। তারা আমাদের উপর হামলা করলে আমি আরিপকে ধাক্কা দিলে খাটের সাথে লেগে তার মাথা পেটে যায়। আমরা তাদের উপর হামলা করিনি। তবে তার ছেলের ঐবাড়িতে যাওয়ার কারণ সর্ম্পকে কোন সঠিক উত্তর দিতে পারেননি তিনি।
চন্দ্রগঞ্জ থানার এসআই মহিউদ্দিন জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।