কমলনগরের ফজুমিয়ারহাটে জাল টাকাসহ গ্রেপ্তার-১

ভাস্কর মজুমদার (কমলনগর প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগরে জাল টাকাসহ মো. হুমায়ুন (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ জুলাই বুধবার রাতে উপজেলার ফজুমিয়ারহাট বাজার থেকে ৫ হাজার পাঁচশ জাল টাকাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে চরকাদিরা এলাকার সৈয়দ আহমদের ছেলে।

পুলিশ জানায়, হুমায়ুন জাল টাকা ভাঙাতে উপজেলার ফজুমিয়ারহাট বাজারের একটি ফার্মেসীতে যায়। ওই ফার্মেসীতে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার শরীর তল্লাশী করলে ৫হাজার ৫শ’ টাকার জাল নোট উদ্ধার করে।

কমলনগর থানার পুলিশ পরিদর্শক মাখন লাল রায় জানান, জাল টাকার মামলায় হুমায়ুনকে গ্রেপ্তার দেখিয়ে ১৫ জুলাই লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply