লক্ষ্মীপুরে ১৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামাল গ্রেপ্তার

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুর পৌর আবিরনগর এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে একশত পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ জামাল হোসেন (৩৬) লক্ষ্মীপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড এলাকার মকরম আলী ঘাটলাওয়ালা বাড়ীর মৃত শফিকুর রহমানের পুত্র।

পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ এ কে এম আজিজুর রহমান মিয়ার নির্দেশনায় উপপরিদর্শক মোঃ মকবুল হোসেন, উপপরিদর্শক মোঃ আবদুল মান্নান, সহকারী উপপরিদর্শক মোঃ আহসান উল্যাসহ একটি ইউনিট সদর থানার পৌর ১২নং ওয়ার্ড আবিরনগর এলাকায় ১২ জুলাই রাত ন’টার দিকে অভিযান চালায়। এসময় ১৫০ (একশত পঞ্চাশ) পিচ নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জামাল হোসেন (৩৬), গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে তিনটি মামলা বিচারাধীন আছে।

 

 

Leave a Reply