
নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ও সোনাপুর ইউনিয়নে পৃথক ঘটনায় গত ২ দিনে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ জুলাই রবিবার সকালে দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্হ উদমারা গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র জাফর (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ একটি খোলা ঘর থেকে উদ্ধার করেছে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত এক মাস পূর্বে জাফরের পিতা মারা যায়। শনিবার তিনি শ্বশুরবাড়িতে স্ত্রী সীমা আক্তারকে নিজ বাড়ীতে আনার জন্য গেলে স্ত্রী যেতে অনীহা প্রকাশ করেন। রাতে শশুরবাড়িতে খাবার খেয়ে বেরিয়ে পড়েন। সকালে স্থানীয় লোকজন একটি খোলা টিনের ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
উল্লেখ্য, স্ত্রী সীমা আক্তার নিহত যুবক জাফরের তৃতীয় স্ত্রী। এলাকাবাসীর ধারণা, পারিবারিক কলহের কারণে জাফর আত্মহত্যা করতে পারেন।
অন্যদিকে ৩ জুলাই শনিবার উপজেলার সোনাপুর ইউনিয়নে এক যুবক নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মোস্তফা জেলার রায়পুরের সোনাপুর ইউনিয়নের চৈতাল্লা দিঘীর পাড় এলাকার পাঁচকুড়ি বাড়ির নুরুল আমিনের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মোস্তফা বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে চলতি লকডাউনে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সংসারের অভাব অনটনসহ নানান কারণে হতাশ হয়ে আত্মহত্যা করতে পারেন বলে তারা মনে করেন। মোস্তফার ঘরে স্ত্রী, ৩ বছরের প্রতিবন্ধী এক মেয়ে ও ৭ দিনের এক নবজাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল জলিল বলেন, দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
–