
কমলনগর প্রতিনিধি (ভাস্কর মজুমদার): লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মিয়া মো. গোলাম ফারুক পিংকু’র উপর গত ২১ জুন সোমবার দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে হামলা করা হয়। আওয়ামীলীগ সভাপতির উপর দূষ্কৃতি কারীরা সন্ত্রাসী হামলা চালালে ৮ জন নেতাকর্মীসহ তিনি আহত হন ও তার চলাচলের গাড়ির কাঁচ ভাঙ্গা এবং দলীয় নেতাদের ৬টি মোটর সাইকেল ভাংচুর করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়ে এক প্রেস রিলিজ দেন কমলনগর উপজেলার বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি ভাস্কর মজুমদার।
প্রেস বিজ্ঞপ্তি তিনি জানান, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু লক্ষ্মীপুর আওয়ামীলীগসহ এর সকল অঙ্গ- সংগঠনের অভিভাবক। মিয়া গোলাম ফারুক পিংকু একজন সজ্জন ব্যক্তি ও জেলার সকল নেতাকর্মীর ভালোবাসার কেন্দ্রবিন্দু। আর তাঁর উপর কমলনগরের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী হামলা দলের কোনো নেতাকর্মী মেনে নিবে না। জেলা সভাপতির উপর হামলার ঘটনায় পুরো লক্ষ্মীপুর জেলার রাজনীতি এখন উতপ্ত। তৃর্নমূলের সকল নেতাকর্মীরা দূষ্কৃতিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কঠিন বিচার চান। এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন কমলনগর বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ভাস্কর মজুমদার। তিনি জেলা আওয়ামীলীগ সভাপতির উপর হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তি না হলে অপশক্তির (সুবিধাভোগী রাজনীতির) উত্থান হবে বলে মন্তব্য করেণ। তিনি ভোগের রাজনীতি পরিহার করে ত্যাগর রাজনীতি সৃষ্টি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং জেলা সভাপতির সুস্বাস্হ ও দীর্ঘায়ু কামনা করেন।