লক্ষীপুর স্বেচ্ছাসেবকলীগ সভাপতির ভাইয়ের মৃত্যুতে কেন্দ্রীয় নেতা এড. শরীফউদ্দিনের শোক

ভাস্কর মজুমদার (কমলনগর প্রতিনিধি): লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুজায়েত উল্ল্যা কমিশনার এর সন্তান ও জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেল্লালের ছোট ভাই ও জেলা স্বেচ্ছাসেবকলীগর সহ সভাপতি হারূনুর রশিদ সুমন ইন্তেকাল করেণ। ২৩ জুন বুধবার রাত ৮ টা ৫০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে একাধিক সুত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এতে কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগ সদস্য এডভোকেট এ কে এম শরীফ উদ্দিন আজ এক বিবৃতিতে তরুন নেতা হারুনুর রশিদ সুমন এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়া জেলা স্বেচ্ছাসেবকলীগ সংগঠনের নেতাকর্মীরা গভীর শোকাহতসহ লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ সুমন এর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বুধরার রাতে এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply