
মিজানুর শামীমঃ কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন এলাকায় ১৮ জুন শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১৭ জুয়াড়িকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনের ৪ ধারার অপরাধে কমলনগর থানার ননএফআইআর প্রসিকিউশানে ৬৫ /২০২১ রুজু করার পরে ১৯ জুন শনিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ১। মোঃ হারুন (৩৫), পিতা-আবু তাহের, ২। মোঃ মহিন (৩০), পিতা-মৃত আবু তাহের, উভয়সাং- মধ্য চর জাহাঙ্গালীযা. ০৫ নং ওয়ার্ড, ৩। মোঃ রফিক (৪৫), পিতা- মৃত আইয়ুব আলী, ৪। মোঃ জাহাঙ্গীর আলম (৫০), পিতা- মৃত ওবায়দুর রহমান, ৫। মোঃ রাশেদ (৩০), পিতা-মোঃ সাইফুল্লা, ৬। আবদুল মন্নান (২৫), পিতা-মন্তাজ মিয়া,৭। মোঃ মনির হোসেন (২৭), পিতা-ছিদ্দিক উল্যা, সর্বসাং-দক্ষিন চর কাদিরা, ৭নং- ওয়ার্ড, ৮। আবুল কাশেম (৫০),পিতা- মৃত ফজল হক, ৯। মোঃ কামাল উদ্দিন (৩৩), পিতা- চৌধুরী মিয়া, ১০। মোসলেহ উদ্দিন (৩৭), পিতা- মৃত আবুল বাসার, উভয়সাং- চর লরেন্স, ৪নং ওয়ার্ড, ১১। মোঃ মনিরুল ইসলাম (৩৪), পিতা- মৃত রফিকুল ইসলাম, ১২। মোঃ মমিন (২৮), পিতা- নুরুউদ্দিন হাওলাদার, উভয়সাং- চর ফলকন, ১নং ওয়ার্ড, ১৩। মোঃ শাহাবুদ্দিন (৪২), পিতা-মৃত হাফেজ আহাম্মদ, ১৪। মঞ্জুর হোসেন (৪০) পিতা- সিরাজুল ইসলাম, উভয়সাং-চরঠিকা, ৩নং- ওয়ার্ড, ১৫। শাহিন আলম (৩৫), পিতা- আবদুল বাতেন, সাং- সাহেবের হাট, ৬নং- ওয়ার্ড, সর্বথানা- কমলনগর, ১৬। ওমর ফারুক (২৬), পিতা- আবু তাহের, সাং- সুজন গ্রাম, ৫নং- ওয়ার্ড, থানা- রামগতি, সর্বজেলা- লক্ষ্মীপুর, ১৭। মোঃ নাজিম (২৮), পিতা- মোঃ মোস্তফা, সাং-সোনাপুর, ৮নং- ওয়ার্ড, থানা- দাগন ভুইয়া, জেলা- ফেনী।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া দৈনিক বাংলার মুকুলকে বলেন, উপ পরিদর্শক টিপু সুলতান সহকারী উপ পরিদর্শক মোঃ জয়নাল আবেদীন, সহকারী উপ পরিদর্শক মোঃ আহসান উল্যাহসহ একটি ইউনিট জেলার কমলনগর থানা এলাকায় ১৮ জুন রাত পৌনে ন’টায় অভিযান চালায়। এসময় চর কাদিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্হ চর কাদিরা এলাকার জনৈক ইদ্রিস এর দোচালা টিনের ঘরের ভিতরে তাস ও টাকা দিয়া জুয়া খেলা অবস্হায় উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করা হয়।