
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল ২০২১ প্রতিযোগিতায় বালক অনূর্ধ্ব -১৭ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে উত্তর হামছাদী ইউনিয়ন। ২ জুন বুধবার বিকালে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ খেলায় টুমচর ইউনিয়নকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
এর আগে টানটান উত্তেজনাকর খেলার প্রথমার্ধে মো. রনির দেয়া গোলে এগিয়ে থাকে উত্তর হামছাদী। পরে খেলার শেষার্ধে টুমচর দলের মো. আব্দুর রশিদ রুবেল গোল করে খেলায় সমতা আনেন। নিদিষ্ট সময়ের খেলা ১-১ সমতায় থাকলে ট্রাইবেকারে ৩-২ জয়লাভ করে উত্তর হামছাদী।
খেলা শেষে পুরস্কার তুলে দেয় স্থানীয় প্রশাসন। এ প্রতিযোগীতায় সেরা খেলোয়াড় হিসেবে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চর রমনীমোহন ইউনিয়নের খেলোয়াড় সাইফুল ইসলাম আনাস। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন মো. রনি।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। অন্যান্যের মধ্যে আরও ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি (সদর) মো. মামুনুর রশিদ, জাকির হোসেন ভূঁইয়া আজাদসহ প্রমুখ।