ভাস্কর মজুমদার (কমলনগর প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন এলাকা থেকে একশত পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে বুধবার বিকেলে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ আজাদ হোসেন নোয়াখালী জেলার সুধারাম থানার আন্ডারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্হ কাজিরচর এলাকার মোস্তার বাপের বাড়ীর মোঃ ইউনুছ মিয়ার পুত্র।
পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ একেএম আজিজুর রহমান মিয়ার নির্দেশনায় উপপরিদর্শক মোঃ মকবুল হোসেন, সহকারী উপ পরিদর্শক মোঃ বাকের হোসেনসহ একটি ইউনিট জেলার কমলনগর থানার চর কাদিরা ইউনিয়ন এলাকায় ২ জুন বুধবার বিকেল পাঁচটায় অভিযান চালায়। এসময় ১৫০ (একশত পঞ্চাশ) পিচ নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আজাদ হোসেন (৪৫) গ্রেপ্তার করে। পুলিশ আরো জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী
