
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে টাকা চুরির অপবাদ দিয়ে এক ছাত্রের বাড়ি থেকে নিয়ে যাওয়া গরু পুলিশ কর্তৃক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
উপজেলার ছয়সূতী ইউনিয়নের দক্ষিণ নন্দরামপুর গ্রামের কৃষক মো. আঙ্গুর মিয়া (৫০) অভিযোগ করে বলেন, তার ছেলে মোনাইম হোসেন ডালিম (১৬) স্থানীয় মৌলোভী কেরামত আলী বহুমূখী আলিম মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র। তার ছেলের নামে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল হামিদের ছেলে আল আমিন (৩৫) এর বাড়ি থেকে গভীর রাতে ১৯ হাজার ৫ শত টাকা চুরি করার মিথ্যা অপবাদ দিয়ে এলাকায় বলা বলি করে ডালিমের মান সন্মান ক্ষুন্ন করতে থাকে।
কৃষক আঙ্গুর মিয়া আরো বলেন, গত ১৯ মে বুধবার সকাল ১১ টার দিকে স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ির পাশে ধান মাড়ায়ের কাজ করছিলেন তিনি। এ সুযোগে আল আমিন (৩৫), তার ছোট ভাই রহমত উল্লাহ (৩২) ও মা সামছুন্নাহার ওরুফে সাফিয়া (৫০) মিলে তার বাড়ি থেকে অর্ধলক্ষ টাকা মূল্যের তার একটি গরু চুরি করে নিয়ে যায়। পার্শ্ববর্তী বাড়ির বাচ্চু মিয়ার স্ত্রী সুরাইয়া বেগমের মাধ্যমে গরু চুরি করে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে গরুটি উদ্ধারের বহু চেষ্টার পর গরুটি উদ্ধার করতে না পেরে তিনি কুলিয়ারচর থানায় অভিযোগ করেন। কুলিয়ারচর থানার এস আই মো. নয়ন মিয়া ফোর্স নিয়ে প্রায় আড়াই ঘন্টা অভিযান চালিয়ে বিকাল ৫ টার দিকে আল আমিনের বাড়ি থেকে গরুটি উদ্ধার করে ছাত্রের পরিবারের নিকট বুঝিয়ে দেন।
চোরাইকৃত গরু উদ্ধারের বিষয়ে জানতে চাইলে এস আই মো. নয়ন মিয়া বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে ওই এলাকায় এসে অভিযান চালিয়ে আল আমিনের বাড়ি থেকে গরুটি উদ্ধার করে গরুর মালিকের নিকট বুঝিয়ে দিয়ে আসি।
এব্যাপারে আল আমিনের বাড়িতে গিয়ে কথা হয় তার ছোট ভাই রহমত উল্লাহ (৩২) ও মা শামসুন্নাহার সাফিয়ার সাথে। তারা ওই ছাত্রের বাড়ি থেকে গরু নিয়ে আসার কথা স্বীকার করে বলেন, গত ১৭ মে সোববার রাত ২ টার দিকে আল আমিনের ঘরের সুকেশের ড্রয়ার থেকে ১৯ হাজার ৫ শত টাকা চুরি হয়। টের পেয়ে তারা ওই ছাত্র ডালিমকে চোর সন্দেহ করে তাৎক্ষণিক ডালিমের বাড়িতে যায়। কিন্তু ডালিমের নিকট চোরাইকৃত টাকা কিংবা কোন প্রকার আলামত না পেয়ে বাড়ি ফিরে যায়। তবে তাদের দাবী আল আমিনের ঘরের দরজা খুলে ডালিমই টাকা গুলো চুরি করেছে। তাই তারা ডালিমের বাড়ি থেকে গরুটি নিয়ে আসে।
চোর প্রমান না করে ডালিমকে চুরি করার মিথ্যা অপবাদ দেওয়ার দু বাড়ির মধ্যে এখন উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে এলাকাবাসীসহ স্থানীয় ছয়সূতী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হারিছ মিয়া বলেন, ডালিম টাকা চুরি করেছে এমন কোন প্রমান আল আমিনের পরিবার দিতে পারেনি। তবে আল আমিনসহ তার মা ও ভাই মিলে ছাত্রের বাড়ি থেকে একটি গরু চুরি করে নিয়েছিলো বলে জানান। পরে পুলিশ গরুটি উদ্ধার করে দেয়।
ছাত্রের পরিবার বলেন, আল আমিনের আত্মীয় স্বজন বড় বড় অফিসার হওয়ায় বর্তমানে ডালিমকে টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানীসহ তাদের বিভিন্ন প্রকার হুমকী ধামকী দিয়ে আসছে। ডালিমকে মিথ্যা চুরির অপবাদ দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার বিচার দাবী করছেন ডালিমের পরিবার