
লক্ষ্মীপুরের রামগঞ্জে কৃষি ও চাষাবাদের জমি থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় নেয়া, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩’র ৫(১) অপরাধের ১৫ ধারায় উপজেলার ভোলাকোট ইউনিয়নে তিন ইটভাটাকে পৃথক ভাবে সাড়ে পাঁচ লক্ষ (৫’৫০’০০০/) টাকা জরিমানা করা হয়।
২৫ মে মঙ্গলবার বিকালে জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের মেসার্স নাহার ব্রিকসকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, মেসার্স এস এস ব্রিকসকে দুইলক্ষ টাকা ও মক্কা ব্রিকসকে দুই লক্ষ টাকাসহ তিনটি ব্রিকস ফিল্ডকে পৃথকভাবে মোট সাড়ে পাঁচ লক্ষ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা, রেকর্ড রুম শাখা) মোঃ রাজিব হোসেন জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোছাইন আকন্দের স্যারের নির্দেশনায় রামগঞ্জ উপজেলার কয়েকটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, কৃষি জমি থেকে মাটি উত্তোলন করার অভিযোগ এবং যেসব এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ রয়েছে এমন এলাকায় ইটভাটা স্থাপন করার কারনে ৩টি ইটভাটার বিরুদ্ধে পৃথক মামলায় মোট সাড়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাাহবুবুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এস এম সিরাজুস সালেহীন, সহকারী কমিশনার মোঃ সাদ্দাম হোসেন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানজির তারেক ইবনে সিদ্দিক উপস্থিত ছিলেন।