
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
মহান মে দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে শ্রমিকদের নিয়ে ইফতার মাহফিল করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন। শুক্রবার (৭ মে) সংগঠনটির চর মোহনা ইউনিয়ন শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শ্রমিকদের মাঝে নতুন গামছা বিতরণ করা হয়েছে।
সংগঠনটির ৩ নং চর মোহনা ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সেক্রেটারি বায়োজিদ বোস্তামি সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সংগঠনটির জেলা সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী। অন্যান্যেদের মধ্যে ছিলেন, রায়পুর উপজেলা সভাপতি মহি উদ্দিন হারুন ও সহ-সেক্রেটারি মাও. ইসমাইল হোসেন। লক্ষ্মীপুর সদর সেক্রেটারি আনোয়ার হোসেন মোল্লা ও সংগঠনটির চর মোহনা ইউনিয়নের উপদেষ্টা মাও. কামরুজ্জামান সহ আরো অনেকে।