মে দিবসে উপলক্ষ্যে রায়পুরে শ্রমিকদের নিয়ে ইফতার মাহফিল

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
মহান মে দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে শ্রমিকদের নিয়ে ইফতার মাহফিল করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন। শুক্রবার (৭ মে) সংগঠনটির চর মোহনা ইউনিয়ন শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শ্রমিকদের মাঝে নতুন গামছা বিতরণ করা হয়েছে।
সংগঠনটির ৩ নং চর মোহনা ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সেক্রেটারি বায়োজিদ বোস্তামি সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সংগঠনটির জেলা সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী। অন্যান্যেদের মধ্যে ছিলেন, রায়পুর উপজেলা সভাপতি মহি উদ্দিন হারুন ও সহ-সেক্রেটারি মাও. ইসমাইল হোসেন। লক্ষ্মীপুর সদর সেক্রেটারি আনোয়ার হোসেন মোল্লা ও সংগঠনটির চর মোহনা ইউনিয়নের উপদেষ্টা মাও. কামরুজ্জামান সহ আরো অনেকে।

Leave a Reply