লক্ষ্মীপুরে সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা


লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামে একদল ভড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। সোমবার (সকাল ১০ ঘটিকার দিকে ৬ নং ওয়ার্ড আনুবেপারী মাদ্রাসার রাস্তার পূর্ব পাশে একটি পুকুর  দখল করার চেষ্টা করে ভূমি দস্যুরা।

এ ঘটনায় ভূক্তভোগী রুহুল আমিন ৯৯৯তে ফোন করে অভিযোগ দিলে যৌথভাবে পুলিশ ও
ডিবি পুলিশ ঘটনার স্থলে এসে দখলবাজ মোহন,পারভেজের কবল থেকে সম্পক্তি উদ্ধার
করেন। পুলিশ ও ডিবি পুলিশ ঘটনা স্থলে উপস্থিতি দেখে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়।

ভুক্তভোগী রুহুল আমিন গণমাধ্যম কর্মীদের অভিযোগ করে বলেন, ৬৩ নং বাঞ্চানগর মৌজার

পি,এস জরিপে ৫৯২ ও ৫৯৩ নং খতিয়ান করসপন্ডিং এম,আর,আর ৫১১ ও ৫১২ নং
খতিয়ানে ভূমি আহম্মদ আলী দফাদারের ওয়াকফ ষ্টেটের সম্পক্তি হয়।

১৯৯৮ সনে আহম্মদ আলী দফাদার ওয়াক্ফ ষ্টেটের মোতাওয়ালী হয় রহমত উল্যাহ
পিএস জরিপ ৫৯২,৫৯৩ এম আর,আর ৫১১,৫১২ নং খতিয়ানে ৮৩৬৪-৮৩৬৬ মোট ৩ দাগে
আন্দরে ৩০ শতাংশ ভুমি আমার নিকট ১ জুলাই ১৯৯৮ সালে ২ লাখ ৩২ হাজার টাকা
বায়নাচুক্তি করে। আমি গ্রহিতা ভোগদখল করে আসিতেছি। গত ৩১ অক্টোবর ১৯৯৯
সালে সাইদুল্যাহ এবং রহমত উল্যাহ যোথভাবে আরো ১০ শতাংশ ভুমি ১ লাখ ৩০
হাজার টাকা বায়না করে।শান্তিপূর্নভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি।
কিন্তু সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন একই এলাকার মোহন ,ফারবেজের
নেতৃত্বে অজ্ঞাত আরো ১০-১২ জন লোক এসে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে
তার দখলি জমিতে জোরপূর্বক ট্রাক ভর্তি বালু নিয়ে এসে পুকুর ভরাট করে
দখলের চেষ্টা  করে। এ সময় জমির মালিক  রুহুল আমিন বাধা দিতে চাইলে
প্রতিপক্ষের লোকজন  রুহুল আমিন কে উক্ত জমিতে কখনো প্রবেশ করলে তাকে ও
তার পরিবারের লোকজনকে প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিতে থাকে ।
নিরুপায় হয়ে রুহুল আমিনের ছেলে মাসুম ৯৯৯ তে ফোন করলে পুলিশ এসে
দখলবাজদের কবল থেকে সম্পক্তি উদ্ধার করেন।

এ বিষয়ে কথা হলে লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন বলেন ,খবর পেয়ে
ঘটনার স্থানে পুলিশ গেলে দখলবাজেরা স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

Leave a Reply